ওন্দা: জঙ্গলে আগুন না লাগানোর জন্য সাধারণ মানুষদের মাইকের মাধ্যমে প্রচার করে সোনামুখীতে সচেতন করলো সোনামুখী বনদপ্তর
Onda, Bankura | Apr 5, 2024 জঙ্গলে অবৈধভাবে যাতে কেউ আগুন না লাগায় সে কারণে সাধারণ মানুষদের সচেতন করতে সোনামুখী জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকায় মাইকের মাধ্যমে প্রচার করা হলো সোনামুখী বনদপ্তরের উদ্যোগে । এর ফলে সাধারণ মানুষরা আরো বেশি সচেতন হবেন এমনটাই মনে করছেন শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ । সোনামুখী বনদপ্তরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ।