ময়না: সাওড়াবেড়িয়া জলপাই উত্তর পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল বিজেপি
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের সাওড়াবেড়িয়া জলপাই উত্তর পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হলো বিজেপি। জানা গেছে এই সময়ে মূল প্রতিদ্বন্দ্বিত হয় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মোট আসন ছিল 50 টি 50 টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রায় 12টি আসন 38 টি আসনে জয়লাভ করে বিজেপি সমবায় দখল করে |