বারাসাত ১: বারাসাত কাজীপাড়ায় ভাইপো হত্যাকাণ্ডে ফের হুমকির মুখে মৃত নাবালকের পরিবার !
বারাসাত কাজী পাড়ায় ভাইপো হত্যাকাণ্ডে অভিযুক্তের সাজা ঘোষণার দিনই হুমকির মুখে পরিবার, ২০ শে নভেম্বর তার বৃহস্পতিবার বারাসাত জেলা আদালতে রায়দান হয় 2024 সালের বারাসাত কাজীপাড়ায় ঘটে যাওয়া নাবালক হত্যাকাণ্ডের, বৃহস্পতিবার বারাসাত জেলা আদালতে পেশ করা হয় অভিযুক্ত এনজার নবীকে, তবে রায় দানের পূর্বেই আদালত চত্বরে ফের হুমকির মুখে পড়তে হলো মৃত নাবালকের পরিবারকে, বৃহস্পতিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ বারাসাত জেলা পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে অভিযোগ জানান ম