অযথা শুনানির নোটিশ দিয়ে ভোটারদের হয়রানি করা হচ্ছে, যার ফলে চাপ বাড়ছে বিএলও দের, এই অভিযোগ তুলে আন্দোলনে নামলেন চাপড়ার বিএলও-রা। আজ তারা চাপড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান, এর পর বিডিও অফিসের সামনে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে AI দিয়ে বাংলা বানান মিসম্যাচ করে নোটিশ দেওয়া হচ্ছে। এরফলে হয়রানির শিকার হচ্ছেন ভোটাররা। যার ফল ভোগ করতে হচ্ছে বিএল ও দের, তাদের উপর চাপ দিচ্ছেন