মেদিনীপুর: নারীদের সম্মান রক্ষার্থে অঙ্গীকার যাত্রা হবে রাজ্যজুড়ে, জঙ্গলমহলের মহিলাদের একত্রিতকরণ হলো চাঁদড়াতে
নারীদের সম্মান রক্ষার্থে অঙ্গীকার যাত্রা আয়োজন করতে চলেছে রাজ্যজুড়ে মহিলারা। তারই সমর্থনে রবিবার বিকেলে মেদিনীপুর সদরের চাঁদড়া এলাকায় এই যাত্রার সমর্থনে অভ্যর্থনা কমিটি গঠন ও সভার আয়োজন হলো। জঙ্গলমহলের মহিলাদের বোঝানো হলো এই যাত্রার গুরুত্ব কি।