কালচিনি: ঝুলন্ত অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের বুকিমবাড়ি এলাকা
ঝুলন্ত অবস্থায় এক যুবতীর দেহ উদ্ধার ঘিরে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালচিনি ব্লকের বুকিমবাড়ি এলাকায়। মৃত যুবতীর নাম শ্রীপতি ওঁরাও। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে শ্রীপতির বিয়ে হয়েছিল এলাকার রাজ লোহার নামে এক যুবকের সঙ্গে। বিবাহের পর স্বামী-স্ত্রী দু’জনে কাজের সূত্রে বেঙ্গালুরুতে পাড়ি জমিয়েছিলেন। প্রায় এক মাস আগে শ্রীপতি বাড়ি ফিরে আসেন। এরপর কয়েকদিন আগে রাজ লোহারও বাড়ি আসে বলে পরিবার সূত্রে জানা যায়।