বারাসাত ১: এসআইআর শুরুর পরই জেলাজুড়ে 'ভুতুড়ে ভোটার' হদিশ: জেলা পরিষদের সভাধিপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য
এসআইআর শুরুর পরই জেলাজুড়ে 'ভুতুড়ে ভোটার' হদিশ: জেলা পরিষদের সভাধিপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য সদ্য শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া শুরু হতেই উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে ব্যাপক হারে 'ভুতুড়ে ভোটার'-এর হদিশ মেলায় এই বিষয়টি নিয়ে মুখ খুললেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। বারাসত বিধানসভার ছোটজাগুলিয়া অঞ্চলের বড় এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এসআইআর সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন