সাঁতুড়ি: সাঁতুড়ির হাঁসডিমাতে BJPর সাংগঠনিক বৈঠক,উপস্থিত রঘুনাথপুর বিধানসভার ইনচার্জ,বিধায়ক সহ অন্যান্যরা
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া সাংগঠনিক জেলার পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত সাঁতুড়ি ব্লকের হাঁসডিমা হাটতলা মাঠে অনুষ্ঠিত হল বিজেপির সাংগঠনিক বৈঠক। আগত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কি ভাবে সংগঠনকে আরো বেশি করে শক্তিশালী করা যায় তার রণকৌশল তৈরি করতেই এদিন এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।