খানাকুল ১: ভেউটিয়া গ্রামে বালি তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত ২ জন,ব্যাপক উত্তেজনা,ঘটনাস্থলে দুই থানার পুলিশ
বালি তোলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় আহত 2 জন।ঘটনাটি ঘটে সোমবার পুরশুড়ার শ্রীরামপুর GP'র ভেউটিয়া গ্রামে।জানা গেছে,সরকারি ভাবে এলাকায় শুরু হয়েছে কানা মুণ্ডেশ্বরী নদীর পলি তোলের কাজ।অভিযোগ,পলি তোলার নামে বালি পাচার হয়ে যাচ্ছে।বড়ো বড়ো গর্ত করা হচ্ছে।গ্রামের মানুষ এদিন কথা বলতে গেলে কয়েকজন তাঁদের উপর চড়াও হয়।মারধর করে।আহত হয় 2 জন,তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।পুরশুড়া ও আরামবাগ থানার পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।