কোচবিহার ১: বিভিন্ন দাবিতে কোচবিহার শহরে মিছিল, বিক্ষোভ ও সংস্থার এমডি-কে ডেপুটেশন দিল এনবিএসটিসি এমপ্লয়িজ ইউনিয়ন
বিভিন্ন দাবিকে সামনে রেখে মঙ্গলবার কোচবিহার শহরে মিছিল, কোচবিহার পরিবহণ ভবনে বিক্ষোভ ও সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।এদিন সংস্থার কোচবিহার পুরাতন বাস স্ট্যান্ড থেকে পরিবহণ শ্রমিকদের এই মিছিল শুরু হয়ে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার সাগরদিঘির সংলগ্ন NBSTC এর মুখ্য দপ্তর পরিবহণ ভবনে। এখানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল হন তারা।