শান্তিপুর: পারিবারিক অশান্তির জেরে বৌমাকে ধারালো অস্ত্রের কোপ ভাসুরের, ঘটনায় তীব্র চাঞ্চল্য শান্তিপুর সেন পাড়ায়
Santipur, Nadia | Nov 18, 2025 পারিবারিক অশান্তির জেরে বৌমাকে ধারালো অস্ত্রের কোপ ভাসুরের। ঘটনায় তীব্র চাঞ্চল্য শান্তিপুর সেন পাড়ায়। সূত্রের খবর, শান্তিপুরের সেনপাড়া ইটভাটা এলাকায় মঙ্গলবার সকালে কমলা বিশ্বাস নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তার ভাসুর সুব্রত বিশ্বাস। ঘটনায় গুরুতর আহত ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত ওই গৃহবধূকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি আক্রমণকারী ভাসুরকেও ধরে গাছে বেঁধে রেখে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে তাকে আটক করেছে।