রায়গঞ্জ: 'মেন্টাল হেলথ ইন এডুকেশন' শীর্ষক ন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হোলো কর্নজোড়া কলেজ অফ এডুকেশন কলেজে
'মেন্টাল হেলথ ইন এডুকেশন' শীর্ষক ন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হোলো কর্নজোড়া কলেজ অফ এডুকেশন কলেজে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বি,এড কলেজের অধ্যক্ষ ডঃ চৈতন্য মন্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা এবং পড়ুয়ারা৷ শুক্রবার দুপুরে কর্নজোড়া কলেজ অফ এডুকেশন এর প্রিন্সিপাল ডঃ মনিকা দাস বলেন, এই সেমিনারের মাধ্যমে তারা সমাজ ও শিক্ষা মহলে এই বার্তা দিতে চান, শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্বাস্থ্য অন্তত জরুরী।