কুমারগ্রাম: পূর্ব শালবাড়িতে বুনো হাতির হামলায় মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াল ব্লক প্রশাসন, পরিবারকে দেওয়া হল ত্রাণ সামগ্রী
হাতির হামলায় মৃত দিনমজুর বিনোদ টোপ্পোর পরিবারের পাশে দাঁড়াল কুমারগ্রাম ব্লক প্রশাসন। মঙ্গলবার ব্লক প্রশাসনের তরফে মৃতের পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লেফরাগুড়ি বনবস্তিতে অবস্থিত বিনোদ টোপ্পোর বাড়িতে আসেন ব্লক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। চাল, ডাল, জামাকাপড় সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লকের ভারপ্রাপ্ত বিডিও সৌম্যব্রত সরকার।