ভিক্ষুককে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুললো এক ব্যক্তি, মঙ্গলবার এমন অভিযোগের ঘটনা সামনে এল। এলাকার বাসিন্দা এক ভিক্ষুককে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম উঠিয়েছে এক ব্যাক্তি, এই বিষয়ে বিডিও অফিসে অভিযোগ করল ভিক্ষুকের পরিবারের সদস্যরা।এই ঘটনায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে হ্যামিলটনগঞ্জ এলাকায়। অভিযোগ লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের হ্যামিলটনগঞ্জ ফরয়ার্ড নগড় এলাকার বাসিন্দা ভিক্ষুক ফজল শেখ কে পিতা বানিয়ে নাম উঠিয়েছে রোহিত শেখ নামক এক ব্যক্তি।