খয়রাশোল: জাতীয় সড়কে ছাইবোঝাই ডাম্পারের তাণ্ডব, ধাক্কায় প্রাণ হারালেন কোল মাইনস কর্মী
খয়রাশোলের পাঁচড়া-পান্ডবেশ্বর জাতীয় সড়কের সিমজুড়ি ব্রিজের কাছে রবিবার ছাইভর্তি একটি ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুদ্ধদেব মণ্ডল এর মৃত্যু হয়, বয়স আনুমানিক ৩৯ বছর। তিনি পান্ডবেশ্বরের জোয়ালভাঙা কোল মাইনসের কর্মী ও লোকপুরের নিচিন্তা গ্রামের বাসিন্দা। কাজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নাকড়াকোন্দা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।