প্রতিবছরের মত এ বছরও পাড়া থানার অন্তর্গত দুবড়া গ্রাম পঞ্চায়েতের রাহেরডি গ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে মা বাঘেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায় মকর মেলা দেখতে বিপুল মানুষের সমাগম হলো। বুধবার দুপুর ১২ টা থেকে স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশে বহু গ্রামের মানুষ এই মেলা দেখতে ভিড় করেছেন এবং মা বাঘেশ্বরীর দর্শন করতে মন্দিরে উপচে পড়ছে মানুষের ভিড়। এই মেলা স্থানীয় এল