রানাঘাট ২: ভোটার তালিকায় জালিয়াতি? অভিযোগ পেলে তদন্তের আশ্বাস রানাঘাট 2 নম্বর ব্লকের BDO এর
ভোটার তালিকায় জালিয়াতি? অভিযোগ পেলে তদন্তের আশ্বাস রানাঘাট 2 নম্বর ব্লকের BDO এর। এস আই আর আবহের মধ্যেই ভোটার তালিকার জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এবার নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার বাসিন্দা চয়ন সরকারের নাম, বাবার নাম ও ভোটার নম্বর অপর এক ব্যক্তির নামে ব্যবহার করে তৈরি হয়েছে ভুয়ো ভোটার কার্ড। শুধু ছবিই নয়, ঠিকানাও বদলে দেওয়া হয়েছে। অভিযোগকারী চয়ন সরকারের দাবি, তাঁর পরিচয় ব্যবহার করে রানাঘাট 2 ব্লকের কেউ ভোটার তালিকায় নাম তুলেছে।