সাঁতুড়ি: সাঁতুড়ির সাধুশালতোড়া থেকে১ব্যক্তিকে ১৪বোতল মদ সহ গ্রেফতার করল সাঁতুড়ি থানার পুলিশ, তোলা হল আদালতে
গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার সাঁতুড়ি থানার পুলিস সাধুশালতোড়ার একটি হোটেল থেকে ১৪বোতল মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল। ধৃত ঐ ব্যক্তির নাম নব কুমার গরাঁই। তার বাড়ি সাধুশালতোড়া গ্রামেই। বুধবার দুপুরে ধৃত ঐ ব্যক্তিকে সাঁতুড়ি থানার পুলিশ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে। সাঁতুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে অবৈধ ভাবে হোটেলে মদ বিক্রি করার খবর আসতেই ঐ হোটেলে হানা দিলে ৯বোতল দেশি ও ৫বোতল বিয়ার সহ ঐ দোকানের মালিক নবকুমার গরাইকে গ্রেফতার করে।