চুড়াইবাড়ি নাকা পয়েন্টে রুটিন তল্লাশিতে TR05B–0314 নম্বরের একটি অল্টো গাড়ি থেকে প্রায় ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বিহার রাজ্যের চার মহিলা মংলি দেবী ,কবিতা দেবী ,অনিতা দেবী ,সুতুর কুমারী ও গাড়ির চালক সন্দীপ মালাকারকে গ্রেপ্তার করা হয়েছে। চালকের বাড়ি উত্তর জেলার হাফলং এলাকায়। গাঁজাগুলো ব্যাগ ও গাড়ির গোপন চেম্বারে লুকানো ছিল। তারা আমবাসা থেকে গাঁজা এনে বিহারে পাচারের পরিকল্পনা করেছিল।