সীতাই: সাত ভান্ডারী তে শ্মশান যাওয়ার দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে গ্রামবাসীদের উদ্যোগে শুরু হল নতুন রাস্তা নির্মাণের কাজ
সাত ভান্ডারী তে শ্মশান যাওয়ার দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে গ্রামবাসীদের উদ্যোগে শুরু হল নতুন রাস্তা নির্মাণের কাজ। সিতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাত ভান্ডারী এলাকায় ২০১৮ সালে সাত ভান্ডারী বিলের ধারে গড়ে ওঠে ‘হরিশচন্দ্র মহারাজা’ শ্মশান। এরপর ২০২১ সালে সরকারি উদ্যোগে সেখানে নির্মিত হয় একটি চুল্লিঘর ও শোকগৃহ। তবুও সমস্যা থেকে যায়, মূল রাস্তা থেকে শ্মশান পর্যন্ত প্রায় ৫০০ মিটার পথ ছিল কৃষিজমির উপরে। জমির আল দিয়ে মরদেহ ও সামগ্রী কাঁধে করে