রঘুনাথপুর ২: ৭দফা দাবিতে রঘুনাথপুর ২ব্লকের BDOকে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ বাউরী সমাজ কল্যাণ সমিতির রঘুনাথপুর ২ব্লক কমিটি
শুক্রবার দুপুরে পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের বিডিওকে ৭দফা দাবিতে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ বাউরী সমাজ কল্যাণ সমিতির রঘুনাথপুর 2ব্লক কমিটি।এদিন চেলিয়ামার পকোড়ি মোড় থেকে মিছিল সহকারে বিডিও অফিসে পৌঁছান তারা।মিছিলে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মত। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকারের আবাস যোজনা স্কিমে সঠিক তদন্ত করে গৃহ হীনদের গৃহের ব্যবস্থা করা।প্রত্যেক গ্রামে পাণীয় জলের ব্যবস্থা করা ইত্যাদি।