শান্তিপুর: শান্তিপুরে রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে মারধর থানায় অভিযোগ দায়ের আহত ব্যক্তি তদন্তে পুলিশ।
Santipur, Nadia | Nov 19, 2025 রাস্তার সাইড দেওয়াকে কেন্দ্র করে মারধর শান্তিপুর থানায় অভিযোগ দায়ের আহত ব্যক্তি। জানাযায় শান্তিপুর পৌরসভার ২২ নং ওয়াডের সাতভাই পাড়াই আজ সকালে সাইকেল করে আসার পথে পাওয়ার লুমের পাইপ বাচ্ছার পাইপ গায়ে লেগেযায়। ঠিক তখন ই আলিম সেখ, রৌশন সেখ দুজনে মইনূর কারিকরকে আঘাত করে। তড়িঘরি স্থানীয়রা ছুটে আসে তাকে উদ্ধার করে শান্তিপুর ষ্টেট জেনারেল হাসপাতালে চিগিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ