মাদারিহাট: বুধবার ২২০ গ্রাম ব্রাউন সুগার সহ জয়গাঁর পাচারকারিকে বীরপাড়ায় গ্রেপ্তার করল পুলিশ
বুধবার ২২০ গ্রাম ব্রাউন সুগার সহ জয়গাঁর পাচারকারিকে বীরপাড়ায় গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মকসেদুল মিঁয়া। সে জয়গাঁর গুয়াবাড়ির বাসিন্দা, খবর পুলিশ সূত্রের। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, গোপন সূত্রে খবর পেয়ে এদিন বীরপাড়া চৌপথিতে ওঁত পেতে ছিল আলিপুরদুয়ার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বীরপাড়া থানার পুলিশ। সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় ওই পাচারকারি যুবককে। বাজেয়াপ্ত করা সামগ্রীর মূল্য ৬ থেকে ৭ লক্ষ টাকা, জানান বীরপাড়া থানার ওসি।