হবিবপুর: বিরসা মুন্ডার জন্মতিথিতে বৈদ্যপুরের বোলডাঙ্গা মাঠে জনজাতি গৌরব দিবস উদযাপন অংশনেন বিধায়ক জুয়েল মুর্মু
ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মতিথি উপলক্ষে হবিবপুরের বৈদ্যপুরের বোলডাঙ্গা মাঠে জনজাতি গৌরব দিবস উদযাপন করল বিজেপির এসটি মোর্চা। ভগবান বিরসা মুন্ডা, সিধু ও কানুর প্রতিকৃতিতে পুজো-অর্চনা ও মাল্যদান করেন বিধায়ক তথা রাজ্যের এসটি মোর্চার সভাপতি জোয়েল মুর্মু,ধামসা–মাদল বাজিয়ে ও ফুটবল খেলায় অংশ নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক। ফুটবল, তিরন্দাজি ও আদিবাসী নৃত্যসহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।