পাঁশকুড়া: বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ হাউর স্টেশনের অদুরে পথ দুর্ঘটনা, আহত 4
দুই মহিলা হাউরের দিক থেকে গোবর্ধনপুরের দিকে হেঁটে সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছিলেন, সেই সময় উল্টো দিক থেকে, অর্থাৎ গোবর্ধনপুরেরর দিক থেকে হাউরের দিকে বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে, ওই দুই মহিলাকে ধাক্কা মারে, ওই দুই ব্যক্তির নাম সুনীল গাতই ও হরা কিস্কু, সূত্রের খবর নেশাগ্রস্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মহিলাকে ধাক্কা মারে বাইক আরোহী, মহিলাদের পরিচয় জানা যায়নি, স্থানীয়রা আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।