বিশালগড়: শিক্ষা প্রতিষ্ঠানে থাবা বসালো চোরের দল, ঘটনা বিশালগড় টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে
গ্রীষ্মের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ কে কাজে লাগিয়ে চোরের দল বিশালগড় টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে থাকা বৈদ্যুতিক পাখা এবং গ্যাসের সিলিন্ডার সহ যাবতীয় জিনিস নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুলে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা এসে দেখতে পান এই ঘটনা তা দেখে হতবাক হয়ে পড়েন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেরা। এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন ড্রাগসের কৌটা পরে রয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন?