খানাকুল ১: BDO'কে চোর স্লোগান,BDO ও বিধায়কের মধ্যে তুমুল বচসা,ব্যাপক উত্তেজনা খানাকুল-1নং ব্লক অফিসে
BDO'কে চোর স্লোগান,BDO ও বিধায়কের মধ্যে তুমুল বচসা,ঘটনায় মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় খানাকুল-1নং ব্লক অফিসে।জানা গেছে,বিজেপি পরিচালিত ঠাকুরানিকচক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে FIR এর করার প্রতিবাদে এদিন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে ব্লক অফিস ঘেরও কর্মসূচি ছিলো।সেখানেই BDO কে ঘিরে চোর চোর স্লোগান দেয় বিজেপি নেতা কর্মীরা।পাশাপাশি BDO'র টেবিল চাপড়ে বচসায় জড়ায় BDO ও বিধায়ক ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে।