আউশগ্রাম ২: আউশগ্রামের প্রতাপপুর এলাকায় জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ, মৃত্যু ঘিরে রহস্য
জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। আউশগ্রামের প্রতাপপুর এলাকায় এই ঘটনায় রবিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপপুর এলাকায় জঙ্গলে ওই ব্যক্তির নগ্ন দেহটিকে দেখতে পান স্থানীয়রা। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, মাঝ বয়সী ওই ব্যক্তি উলঙ্গ অবস্থায় পড়ে ছিল। শরীরের একাধিক অংশ পচে, গলে দুর্গন্ধ ছড়ায়।