সোনামুখী: হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট এক ব্যক্তির হাতে তুলে দিল সোনামুখী রেল পুলিশ
হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে সংশ্লিষ্ট এক ব্যক্তির হাতে তুলে দিলেও সোনামুখী রেল পুলিশ । সোনামুখী রেল পুলিশ সূত্রে জানতে পারা যায় , ওই ব্যক্তির নাম প্রতাপ ঘোষ । যার বাড়ি সোনামুখী থানার অন্তর্গত পূর্ব নবাসন পঞ্চায়েতের কুন্ডপুষ্করিণী এলাকায় । মোবাইল ফোনটির আনুমানিক মূল্য প্রায় একুশ হাজার টাকা । সোনামুখী রেল পুলিশের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন প্রতাপ ঘোষ সহ সকলেই ।