বারাসাত ১: শিশু দিবস ও নিজের জন্মদিনে ৩২ জন অসহায় শিশুর মুখে হাসি ফোটালেন রেস্তোরাঁর কর্ণধার
শিশু দিবস ও নিজের জন্মদিনে ৩২ জন অসহায় শিশুর মুখে হাসি ফোটালেন রেস্তোরাঁর কর্ণধার শিশু দিবস এবং নিজের জন্মদিন উপলক্ষে এক মহৎ উদ্যোগ নিলেন দত্তপুকুর-অবস্থিত দ্যা টেগর অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টের কর্ণধার সুমন পাল। গতকাল, শিশু দিবস উদযাপন ও সুমন পালের ৪৩তম জন্মদিন উপলক্ষে দত্তপুকুর জয়পুর এলাকায় অবস্থিত কালেব হ্যাপিহোমের ৩২ জন দুঃস্থ ও অসহায় ছেলে-মেয়েদের জন্য এক বিশেষ আয়োজন করা হয়। সুমন বাবু এই দিন নিজের হাতে এই ৩২ জন অসহায় শিশুর মুখে তুলে দেন বিরিয়