তালড্যাংরা: পাঁচমুরা তে অনুষ্ঠিত হল সভাধিপতি কাপ ২০২৫ ফাইনাল ম্যাচ, উপস্থিত জেলা সাংসদ, রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী, জেলা সভাধিপতি
তালডাংরা বিধানসভার অন্তর্গত পাঁচমুড়া তে অনুষ্ঠিত হলো সভাধিপতি কাপ ফাইনাল ম্যাচ। উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তি সহ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায় , রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ বিশিষ্ট সমাজসেবীগণ।এই ফুটবল খেলা দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ডি এম ফুটবল একাদশ vs শালতোড়া মেজিয়া একাডেমি ফাইনাল খেলা