ডেবরা: মধ্যরাতে পশং এলাকার একাধিক দোকানে আগুন,সকাল উঠে এলো কঙ্কালসার ছবি
বুধবার মধ্যরাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পশং এলাকায় হঠাৎ করেই একাধিক দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।যা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়।পরে ঘটনাস্থলে উপস্থিত ও ডেবরা থানার পুলিশ। বেশ কয়েক ঘণ্টায় দমকলের তৎপরতায় আগুন নেবানো সম্ভব হয়। বৃহস্পতিবার সকালে সেই আগুন লাগার কঙ্কাল সার ছবি উঠে আসে।রইল ভিডিও।