নলহাটি ২: ব্লকের লালন সংস্কৃতি মঞ্চে অনুষ্ঠিত M.S.M.E ক্যাম্পের শুভ সূচনা করলেন বিডিও
সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের লালন সংস্কৃতি মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের ছোট ,ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে শিল্পের সমাধানে M.S.M.E ক্যাম্প। পাঁচ দিন ধরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।ক্যাম্পের শুভ সূচনা করেন ব্লকের নবনিযুক্ত বিডিও প্রীয়াঙ্কা সাধুখাঁ, জয়েন্ট বিডিও প্রবীর কুমার দত্ত সহ আরো অনান্য আধিকারিকরা।