শান্তিপুর: হাঁসুয়া দিয়ে বৌমাকে আঘাত করল ভাসুর আটক করল ভাসুরকে শান্তিপুর থানার পুলিশ।
Santipur, Nadia | Nov 18, 2025 নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি সেনপাড়া ইট ভাঁটা এলাকায় সাত সকালে ঘটে মর্মান্তিক ঘটনা। জানাযায় বৌমা কমলা বিশ্বাসকে হাঁসুয়া দিয়ে আঘাত করে তাঁরই ভাসুর সুব্রত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় কমলা দেবিকে শান্তিপুর ষ্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশিরা। ঘটনাস্থল থেকে পালাতে পারেনি সুব্রত বিশ্বাস। তরিঘরি শান্তিপুর থানার পুলিশ এসে ঘটনা স্থলে পৌঁছে সুব্রতকে আটক করে থানায় নিয়ে আসেন। কমলা বিশ্বাসের পরিবারের সদস্যরা কি বলছেন শান্তিপুর ষ্টেট হাসপ