কাঁকসা: পানাগড়ে বায়ু সেনা ছাউনিতে পরীক্ষা দিতে আসা সন্দেহভাজন ৬জন আটক,বাংলার প্রশাসনের সহযোগিতায় খুশি ভীন রাজ্যের পরীক্ষার্থীরা
সারা ভারত জুড়ে ভিবিন্ন বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে পানাগড়ে বায়ুসেনা ছাউনিতে। অর্জন সিং এয়ারফোর্স স্টেশনের মধ্যে তিন দিন ধরে চলা এই ভর্তি পরীক্ষার রবিবার ছিল দ্বিতীয় দিন।কড়া নজরদারিতে চলছে পরীক্ষা।পরীক্ষাকেন্দ্রে ভিতরে কোনো ধরনের ইলেকট্রনিক্স এর জিনিস ঘড়ি বেল্ট সব কিছু নিষিদ্ধ করা হয়েছে আগে থেকেই।পরীক্ষা কেন্দ্রের আসে পাশে ছবি তোলার বিষয়েও মাইকে বারবার পরীক্ষার্থীদের সতর্ক করা হয় বায়ু সেনার পক্ষ থেকে।হাজার হাজার পুরুষ ও মহিলা আসে।