রানিনগর ২: আবারো ড্রোন উড়িয়ে তল্লাশি, দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার রাণীনগরে
আবারো ড্রোন উড়িয়ে তল্লাশি, দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার রাণীনগরে রাণীনগরে ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য! শুক্রবার দুপুরে রাণীনগর থানার গোধোনপাড়া শিসা এলাকায় ব্যাপক তল্লাশি চালায় রাণীনগর থানার পুলিশ। ড্রোন উড়িয়ে, ডিপ সার্চ মেটাল ডিটেক্টর ও হ্যান্ড মিটারের সাহায্যে বাড়ির আনাচে-কানাচে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই ব্যাগ ভর্তি তাজা বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই একই এলাকায় বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। তারপর থেকে এলাকা