আলিপুরদুয়ার ১: অবশেষে আলিপুরদুয়ার মায়া টকিজের জায়গা তৈরি হতে চলেছে সুইমিং পুল,জনপ্রতিনিধিদের নিয়ে জায়গা পরিদর্শনে ঠিকাদারি সংস্থা
কয়েকমাস আগে আলিপুরদুয়ার শহরে ১৮ নম্বর ওয়ার্ডে সুইমিং পুলের সূচনা অনুষ্ঠান হলেও সেই কাজ শুরু হওয়া নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল।সেই কাজ এবার শুরু হতে চলেছে। সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ওই কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ করে ঠিকাদারি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে। শনিবার দুপুর দুটো নাগাদ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জায়গা পরিদর্শনে যায় ঠিকাদারি সংস্থা।মায়া টকিজের জায়গা তৈরি হবে সুইমিং পুল।