সোনামুখী: চারশো কুড়ি বছরের প্রাচীন হটনগর কালী মন্দিরে মূর্তি তৈরি কাজ চলছে শেষ পর্যায়ে
সামনেই কালীপুজো সেই কালীপুজো কে কেন্দ্র করেই প্রতিটি কালীমন্দিরে মূর্তি তৈরি কাজ চলছে শেষ পর্যায়ে। সোনামুখী ব্লকের হটনগর কালী পুজোর হলো প্রায় চারশো থেকে চারশো কুড়ি বছরের প্রাচীন।এই কালীপুজো কে গ্রামে এক বিরাট উৎসব চেহারা নেয়। এছাড়াও প্রাচীন প্রথা মেনে এখানে ভার্তৃদ্বিতীয়া তে কয়েক হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়।