রাজগঞ্জ: নাগেশ্বরী চা বাগানে অখিল ভারতীয় ওরাওঁ সমাজ সমন্বয় সমিতির তরফে একটি সভা করা হয়
ওরাওঁ সমাজের ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো। আগামী ৭ ডিসেম্বর মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানে হবে ওই কর্মশালা। শনিবার বিকেল চারটা নাগাদ নাগেশ্বরী চা বাগানে অখিল ভারতীয় ওরাওঁ সমাজ সমন্বয় সমিতির তরফে এক সভা হয়। এদিনের সভায় ওই কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন একটি কমিটিও গঠন করা হয়। এই দিনের সভায় ওরাওঁ সমাজের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সহ নানান বিষয়কে নিয়েও হয় আলোচনা।