ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাংলার ভোট রক্ষা শিবিরে বুধবার বিকেল চারটায় পৌঁছান রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। এসআইআর কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন তিনি। এরপর ওন্দা বিধানসভার ব্লক, অঞ্চল ও বুথস্তরের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি, ওন্দা ব্লক তৃণমূলের সভাপতি ও অন্যান্য নেতৃত্ব।