সোনামুখী: সোনামুখী ব্লকের একাধিক ICDS কেন্দ্রে নেই খাবার, বন্ধ আইসিডিএস এর রান্নার কাজ, সমস্যায় প্রসূতি মা ও শিশুরা
সোনামুখী ব্লকের রাধামোহন পুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি আইসিডিএস কেন্দ্রে বন্ধ রয়েছে রান্নার কাজ চরম সমস্যায় প্রসূতি মা ও শিশুরা । রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৩৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ৮ থেকে ১০ দিন খাবার বন্ধ রয়েছে এমনটাই অভিযোগ স্থানীয়দের । সেখানে উপস্থিত কর্মীর কাছে জানতে চাইলে তিনি বলেন উপর থেকে খাবার আসেনি তাই তিনি দিতে পারেননি।