নবদ্বীপ: শনিবার সন্ধ্যা থেকে শুরু হল ৪৫ দিনের জন্য নবদ্বীপ গৌরাঙ্গ সেতু মেরামতের কাজ,বন্ধ হল বাইক সহ সমস্ত যান চলাচল
Nabadwip, Nadia | Nov 15, 2025 শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে গেল ভগ্নপ্রায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর মেরামতের কাজ,জেলা পূর্ত দপ্তর সূত্রে জানা যায়,আগামী ৪৫ দিন সেতু মেরামতের কাজের জন্য কখনও আংশিক আবার কখনও সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে সমস্ত ধরনের যান চলাচল,অপরদিকে সেতু বন্ধের বিষয়টি জানা না থাকায় মোটরবাইক সহ বহু যানবাহন চালককে ঘুরপথে যেতে হয়,চরম দুর্ভোগে পড়েন অসংখ্য সাধারণ মানুষও,বহু মানুষকে গাড়ি ছেড়ে হেঁটেই সেতু পাড় হতে দেখা যায়।