হওয়ার কথা ছিল রাজা। কিন্তু তার বদলে হয়েছিলেন হাসির রাজা। সেই রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর আজ ১২৩ জন্মদিন। সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর হয়ে উঠল তাঁর জন্মভিটা। শনিবার দুপুর একটা নাগাদ চাঁচলের পাহাড়পুরে প্রতিষ্ঠিত আবক্ষ মূর্তিতে মাল্য দান করলেন শিবরাম অনুরাগী থেকে শুরু করে বিধায়ক। চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ পাহাড়পুরে অবস্থিত শিবরাম চক্রবর্তীর বসত ভিটেতে যান