বারাসাত ১: AC লোকালের টিকিট কেটে ট্রেনে ভ্রমন ভবঘুরে শিশুর, বামনগাছি তে হতবাক রেল কর্তৃপক্ষ থেকে রেল যাত্রীরা
বামুনগাছিতে ভবঘুরে শিশুর কান্ড দেখে হতবাক স্টেশন চত্বরে থাকা রেল যাত্রীসহ রেল কর্তৃপক্ষের আধিকারিকরা, গত ২২শে নভেম্বর অর্থাৎ শনিবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের জন্য সকাল আনুমানিক আটটা বেজে ৪৪ নাগাদ বামুনগাছি স্টেশনে থেমেছিল এসি লোকাল, যেই এসি লোকালের দাবি জানিয়েছিল সমগ্র বামনগাছি র রেল যাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা, তবে সোমবার সকালে এক ভবঘুরে শিশু তাকেও দেখা গেল হঠাৎ করে সকাল আটটা বেজে ৪৪ এর এসি লোকালে চড়ে বসছে, প্রথমত বুঝতে না পেরে রে