ক্যানিং ১: বাহিরসোনা মোড়ে বাইকের ধাক্কায় জখম এক স্কুল পড়ুয়া, চিকিৎসাধীন ক্যানিং মহকুমা হাসপাতালে
বাইকের ধাক্কায় জখম পড়ুয়া। সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক কিশোর। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ক্যানিংয়ের বাহিরসোনা এলাকায়। এদিন বিকেলে টিউশান পড়ে দিদিকে নিয়ে বাড়ি ফিরছিল প্রিয়াংশু সরদার নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। আচমকাই একটি বাইক দ্রুতগতিতে এসে ধাক্কা মারে প্রিয়াংশুর সাইকেলে। রাস্তার পাশে ছিটকে পড়ে সে। সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন।