চন্দ্রকোনা ২: বড়বাজার এলাকায় ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিকের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে গেলো সপ্তম শ্রেণীর পড়ুয়া।
পরীক্ষার প্রস্তুতির জন্য শীতের সকালে ছাদে বই নিয়ে পড়তে উঠেছিল সপ্তম শ্রেণীর ছাত্রী।বাড়ির পাশ দিয়ে গেছে ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিকের তার,সেই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে গেলো ওই পড়ুয়া। চন্দ্রকোনার বড়বাজার এলাকায় এমনি ঘটনা ঘটে। স্কুল পড়ুয়ার এমন মর্মান্তিক ঘটনায় চরম ক্ষোভ এলাকাবাসীর।বাড়ির পাশ থেকে হাইভোল্টেজ ইলেকট্রিক লাইন সরানোর দাবিতে ইলেকট্রিক অফিসে এলাকার মানুষ গেলে আধিকারিকের দেখা না মেলায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাটাল -চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে।