কাটোয়া ২: চাণ্ডুলি গ্রামের নবান্ন উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা গোটা গ্রাম, পূজা মণ্ডপ গুলির সামনে উপচে পড়া ভিড়
অগ্রহায়ণ মাস জুড়ে বাংলার সর্বত্র মতোই পূর্ব বর্ধমানের কাটোয়া-২ ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের চান্ডুলী গ্রামও মেতে ওঠে নবান্নের আনন্দে। নতুন ধানের চাল দেব-দেবীদের উৎসর্গ করে শনিবার গ্রামের মানুষ নবান্নের প্রসাদ গ্রহণ করেন। দেব-দেবীর পূজা, প্রতিমা, মণ্ডপসজ্জা, আলোকমালা ও বাজনায় গোটা গ্রাম উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। শিব-দূর্গা ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শিব-দূর্গা পুজো এবার ১০০ বছরে পড়ল। প্রায় ১৩টি পরিবার বহু বছর ধরে এই পুজোর আয়োজনের দায়িত্ব পালন করে আসছে।