পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের বিডিওর অফিসে বুধবার দুপুরে SIR নিয়ে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক।এদিন ঐ বৈঠকে তৃণমূলের রঘুনাথপুর ১নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রকাশ সিং দেও,যুব সভাপতি হিমাংশু মন্ডল উপস্থিত ছিলেন। বিজেপির পক্ষে রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জী, সন্তু তেওয়াড়ী উপস্থিত হয়েছিলেন। সিপিআইএমের শিবদাস মাজী সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত হয়েছিলেন।