সাগরদিঘি: বিধানসভা নির্বাচনের আগেই সাগরদিঘির
ওসির পদে পরিবর্তন,অভিজিৎ সরকারের জায়গায় নতুন ওসি সুমিত বিশ্বাস
বর্তমানে সাগরদিঘি থানার ওসি পদে পুনরায় যোগ সুমিত বিশ্বাসের । সাগরদিঘি থানার বর্তমান ওসি অভিজিৎ সরকারকে বদলি করে আহিরন ফাঁড়ির ইনচার্জ পদে পাঠানো হয়েছে। সাগরদিঘি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সুমিত বিশ্বাস।