সোনামুখী: রতনগঞ্জে আয়োজিত নরনারায়ণ সেবা ও সাধু সেবা, অংশগ্রহণ করেছিলেন প্রায় ৩ হাজার মানুষ
বৃহস্পতিবার রতনগঞ্জ এলাকায় নরনারায়ণ সেবা ও সাধু সেবার আয়োজন করা হল । এই এলাকায় বসেছে নতুন আকড়া এবং বাউল গানের আসর । এদিনের এই নরনারায়ণ সেবা ও সাধু সেবায় প্রায় ৩ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন । সকলের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ।